Add parallel Print Page Options

যীশুর শিক্ষাদান

(লূক 6:20-23)

যীশু অনেক লোকের ভীড় দেখে একটা পাহাড়ের ওপর উঠে গেলেন। তিনি সেখানে বসলে শিষ্যরা তাঁর কাছে এলেন। এরপর তিনি তাঁদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন, বললেন:

“ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত-নম্র,
    কারণ স্বর্গরাজ্য তাদেরই।
ধন্য সেই লোকেরা যারা শোক করে,
    কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে।
বিনয়ী লোকেরা ধন্য।
    তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে।
ধন্য সেই লোকেরা, যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত
    কারণ তারা তৃপ্ত হবে।
যারা দয়াবান তারা ধন্য,
    কারণ তারা দয়া পাবে।
যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য,
    কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
ধন্য তারা যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ,
    কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে।
ধন্য তারা যারা শান্তি স্থাপনের জন্য কাজ করে,
    কারণ তারা ঈশ্বরের সন্তানরূপে পরিচিত হবে।
10 ঈশ্বরের পথে চলতে গিয়ে যারা নির্যাতন ভোগ করছে তারা ধন্য,
    কারণ স্বর্গরাজ্য তাদেরই হবে।

11 “তোমরা আমার অনুসারী হয়েছ বলে যখন লোকে তোমাদের অপমান ও নির্যাতন করে আর তোমাদের নামে মিথ্যা কুৎ‌সা রটায় তখন তোমরা ধন্য। 12 তোমরা আনন্দ করো, খুশী হও, কারণ স্বর্গে তোমাদের জন্য মহাপুরস্কার সঞ্চিত আছে। তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন লোকে তাঁদেরও এভাবেই নির্যাতন করেছে।

Read full chapter